ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে  আরিকুল আরেফিনের পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৬:২৮, ১১ ডিসেম্বর ২০২৩

ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ আরিকুল আরেফিনকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন।
আরেফিন ২০০৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি ট্রেজারি প্রধানের দায়িত্ব প্রাপ্ত হন। দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ট্রেজারিকে ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় অবস্থানে উন্নীত করতে যথেষ্ট অবদান রাখেন।

আরেফিন বর্তমানে গ্রুপ ট্রেজারি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রেজারি ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা, বাজার ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা, ফরেন এক্সচেঞ্জ ডিলিং, আর্থিক পণ্য ও ডেরিভেটিভস্, ট্রেড ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট পোর্টফলিওস্ ব্যবস্থাপনায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।  

বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জে কোর রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনের ফোকাস গ্রæপ সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) কর্তৃক প্রকাশিত ট্রেজারি অপারেনস্ এর রিভিউ টিম মেম্বার এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশনের (বাফেডা) টেকনিক্যাল কমিটির সদস্য। 

আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বি.কম (অনার্স) এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ১৯৯৫ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন সেখানে তিনি শাখা ব্যাংকিং এবং ফরেন ট্রেড কাজের অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও তিনি এনসিসি ব্যাংক লিমিটেডে মানি মার্কেট এবং ফরেক্স ডিলার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরেফিন তার ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেন। এর মধ্যে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃক বৈদেশিক মুদ্রা এবং ইউরোমানি, সিঙ্গাপুর কর্র্র্তৃক আয়োজিত তহবিল ব্যবস্থাপনা এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উল্লেখযোগ্য।  

কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি